বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চৌরাস্তায় সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের জন্য একাত্মতা ঘোষনা করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র, সাংস্কৃতিক ও সকল শ্রেণি পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন।
বক্তারা বলেন, হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা করলে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুরের প্রায় ৪০ লাখ মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন ও উপকৃত হবেন।