ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে এবং প্রশাসনের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি ও এর অধীনস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, এবং ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
বক্তারা বলেন, “সরকার পরিকল্পিতভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে প্রশাসনের নীরবতা প্রমাণ করে-এই ষড়যন্ত্রে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।” তাঁরা সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।