ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং সারাদেশে প্রশাসনের নীরবতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিসহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ভালুকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। নির্দেশনায় ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।
উক্ত মিছিলে ভালুকা উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে তাঁরা সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসন এসব বিষয়ে নিরব থেকেছে-যা প্রমাণ করে তারা এই চক্রান্তের অংশীদার।”
বক্তারা আরও বলেন, “বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখবে।”