close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে রাজৈ ইউনিয়নে বিএনপির গণসমাবেশ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ফখরউদ্দীন আহমেদ বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে নিমজ্জিত। তারেক রহমানের এই ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা।..

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নে বুধবার (২২ অক্টোবর) বিকালে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দীন আহমেদ বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে নিমজ্জিত। তারেক রহমানের এই ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।

গণসমাবেশে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের হাতে ৩১ দফার সারাংশ তুলে দেওয়া হয়।

এসময় এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা, এমনটাই মত দেন আয়োজকেরা।

No comments found


News Card Generator