ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নে বুধবার (২২ অক্টোবর) বিকালে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দীন আহমেদ বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে নিমজ্জিত। তারেক রহমানের এই ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।
গণসমাবেশে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের হাতে ৩১ দফার সারাংশ তুলে দেওয়া হয়।
এসময় এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা, এমনটাই মত দেন আয়োজকেরা।



















