দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ম্যাগাজিন "ভোরের শিশির" ও নাগর স্বরণীকার সম্পাদক কবি একে মোমিন ইসলাম শাওনের আজ ২০ আগষ্ট জন্মদিন। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার প্রাচিন বন্দর নগর তালোড়া পৌরসভার মুক্তাগাছা গ্রামে এক মুসলিম পরিবারে জনগ্রহণ করেন মোমিন ইসলাম শাওন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এমএসসি সম্পন্ন করেন। তার দাদু ছিলের বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুল মালেক উদ্দিন আহমেদ। পিতা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। মাতা মোছাঃ মজিনা বেগম।কবি মোমিন ইসলাম শাওনের কবিতা,ছড়া, ছোটগল্প, নাটক, ভ্রমন কাহিনী ইত্যাদি বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
ছোট বেলা থেকেই তিনি সাহিত্যের প্রতি ছিল বেপক টান।
এছাড়াও তিনি বিভিন্ন সেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংগঠনের সাথে মানব সেবা কাজ করে যাচ্ছে। তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি তালোড়া নাগর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন।
কবি - সম্পাদক মোমিন ইসলাম শাওনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মোঃ আব্দুল মজিদ খোন্দকার, প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, তালোড়া নাগর গ্রন্থাগারে সভাপতি
আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সি, মোঃ আফজাল হোসেন, সাবেক পোস্টমাস্টার ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, হাবিব হাসান, কবি আমিনুর রহমান , মোঃ আব্দুল মজিদ হারুন এম ফজলুল কবির, মোঃ আহসান হাবীব। এছাড়াও দেশ ও বিদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।