close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালোড়া বন্দর নগর কবিতা সংসদের দপ্তর সম্পাদকের ইন্তেকাল 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের দপ্তর সম্পাদক কবি এ কে এম ফজলুল কবির (৫৩)  গতকাল শুক্রবার ১৫ই আগস্ট  সন্ধ্যায়  ভাড়া বাড়িতে ইন্তেকাল করেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপজেলার  তালোড়া মেঘা গ্রামের  মৃত বাতিন প্রাং  এর  বড় ছেলে মহরম ফজলুল  কবির বেশ কিছুদিন ধরে  ডায়াবেটিস জনিত কারণে অসুস্হ ছিলেন। তিনি ছিলেন অবিবাহিত। তার জানাযার নামাজ ওই রাত ১১টায়  মেঘা গ্রামে অনুষ্ঠিতর পর পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর  শোক ও সমবেদনা  জানিয়েছেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মোঃ আব্দুল মজিদ খোন্দকার, সাধারণ সম্পাদক  মোমিন ইসলাম শাওন, উপদেষ্টা  মোঃ মুখলেছার রহমান, মোঃ মোশারফ হোসেন সেলিম, বগুড়া লেখক চক্রের সভাপতি  ইসলাম রফিক, কবি সিকতা কাজল , মোঃ ইয়াসিন হোসেন, মোঃ আরাফাত হোসেন,  হাবিব হাসান, মোঃ আব্দুল মজিদ হারুন,দিনেশ চন্দ্র শীল, আহসান হাবিব সহ দেশের বিভিন্ন স্হান  শোক জানিয়েছে।

No comments found