close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালা প্রেসক্লাবের এস.এম নজরুল ইসলামের কমিটি বৈধঃ হাইকোর্ট..

খবর অনুসন্ধানী (আক্কেল ভাই) avatar   
খবর অনুসন্ধানী (আক্কেল ভাই)
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ০১-৫-২০১৭ তারিখ ৩০-৪-২০২০ তিন বৎসর মেয়াদি।..

০২-৮-২০১৭ তারিখ তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তালা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে তফসিল ঘোষনা  করেন তালা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দপ্তর স্বারক নং ২৭ তারিখ ২-৮-২০১৭। 

উক্ত নির্বাচনী তফশীল অবৈধ ঘোষনার দাবিতে তালা সহকারী জজ আদালতে দেওয়ানী ৮০/২০১৭ দেওয়ানী মামলাটি তালা প্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন। গত ১৮-৮-২০১৭ তারিখ নিষেধাজ্ঞার প্রার্থনা না মজ্ঞুর হলে বিজ্ঞ দায়রা জজ  আদালতে দেং ২৯/২০১৭ আপীল মামলা দায়ের করেন। গত ২১-৩-২০১৯ তারিখ দোতরফা শুনানী অন্তে বিজ্ঞ যুগ্ম-জেলা জজ ২য় আদালত আপীল মজ্ঞুর করেন এবং নিম্ম আদালতের রায় রদরহিত করেন। 

রায়ে উল্লেখ করেন ১-৫-২০১৭ তারিখ ৩ বৎসর মেয়াদি কমিটি গঠিত হয়। উক্ত কমিটি বৈধ হলে মেয়াদ শেষ হওয়ার আগেই পুনরায় নির্বাচন দেওয়া হলে উক্ত নির্বাচিত কমিটির অধিকার ক্ষুন্ন করা হবে। দোতরফা সুত্রে আপীল মজ্ঞুর তালা সহকারি জজ আদালতের ১৩-৮-২০১৭ তারিখের আদেশ রদ রহিত করা হয় এবং নিষেধাজ্ঞার প্রার্থনা পুনঃ শুনানী করার জন্য তালা সহকারি জজ কোর্ট কে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ তালা সহকারি জজ আদালত গত ২৮-১০-২০২০ তারিখ  নিষেধাজ্ঞার দরখাস্তটি পুনঃ শুনানী অন্তে না মজ্ঞুর করেন। উক্ত না মজ্ঞুর আদেশের বিরুদ্ধে বিজ্ঞ দায়রা জজ আদালতে মিঃ এস.এম নজরুল ইসলাম বাদি হয়ে পুনরায় দেং ৪৭/২০২০ আপিল মামলা দায়ের করেন।

উক্ত আপিল মামলা গত ১৮-৫-২০২২ তারিখ বিজ্ঞ অতিঃ জেলা ও দায়রা জজ ১ম আদালতে দোতরফা শুনানী অন্তে  তালা সহকারি জজ আদালতের ২৮-১০-২০২০ তারিখের নিষেধাজ্ঞার প্রার্থনা না মজ্ঞুর আদেশ রদরহিত /বাতিল পুর্বক পুনঃ নিষেধাজ্ঞার প্রার্থনা শুনানী করার জন্য তালা সহকারি জজ আদালত কে নির্দেশ প্রদান করেন। 

তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম উক্ত বিজ্ঞ অতিঃ দায়রা জজ আদালতের রায়ে ক্ষুব্দ হয়ে  মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৪৭৪/২০২২  মামলা দায়ের করেন। উক্ত মামলাটি গত ২৪-১০-২০২২ তারিখ শুনানী অন্তে তালা প্রেসক্লাবের এস.এম নজরুল ইসলাম সভাপতি মহামান্য হাইকোর্টের নিকট বৈধ বিবেচিত হওয়ায় তালা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তালা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে তফশীল ঘোষনা স্বারক নম্বর ৩৭-০২-৮৭৯০-০০.০৬.০৩.১৭.২৭.(যুক্ত) ০২-০৮-২০১৭ স্বারকের কার্যক্রম ৬ মাস স্থগিত করিয়া নিষেধাজ্ঞা প্রদান করেন এবং স্থিতিবস্থা জারি করেন। বিজ্ঞ মহামান্য হাইকোর্ট পুনরায় গত ১৪ ই মে ২০২৩ তারিখ উক্ত নিষেধাজ্ঞার আদেশ আরও ৬  মাসের জন্য বর্ধিত করেন এবং গত ৫ নভেম্বর ২০২৩ মহামান্য বিচারপতি মামুনুর রহমান খবঃ ঃযব ড়ৎফবৎ ড়ভ ংঃধু য়ৎধহঃবফ বধৎষরবৎ নু ঃযরং পড়ঁৎঃ নব বীঃবহফবফ ঃরষষ ফরংঢ়ড়ংধষ ড়ভ ঃযব ৎঁষব (এই আদালত কর্তৃক পূর্বে জারি করা স্থগিতাদেশের আদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত করা হলো)।

উক্ত রায়ের আলোকে তালা প্রেসক্লাবের বৈধ সভাপতি হিসাবে প্রসাশনিক কাজে অনুমতি সংক্রান্ত আবেদন করেন  এস.এম নজরুল ইসলাম জেলা ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়। জুডিসিয়াল মুন্সি খানার স্বারক নং ৭৫৮ তারিখ ২১ নভেম্বর ২৪ মোতাবেক  বিজ্ঞ সরকারি কৌশুলী জজ কোর্ট সাতক্ষীরা কে বিজ্ঞ আদালতের আদেশের কপি প্রমানক সমুহ বিশ্লেষন পূর্বক মিঃ এস.এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতে  পারেন কিনা সে বিষয়ে সুস্পষ্ট আইনগত মতামত চাওয়া হয় ।
বিজ্ঞ সরকারী কৌশুলী তার দপ্তর স্বারক নম্বর ০২/২৫ মোতাবেক বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জুডিসিয়াল মুন্সিখানা শাখায় মতামত প্রেরন করেন যে,মহামান্য হাইকোর্ট বিভাগের ৪৪৭৪/২২ মামলায় ৫-১১-২৩ তারিখের রায়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালা প্রেসক্লাবের সভাপতি হিসাবে এস.এম নজরুল ইসলাম প্রশাসনিক সকল কার্যক্রমে দায়িত্ব পালন করিতে পারিবেন। 

উক্ত মতামতের আলোকে বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জুডিসিয়াল মুন্সিখানা শাখার স্বারক নম্বর ২৩৮ তারিখ ১৬-২-২০২৫ মোতাবেক বিজ্ঞজেলা ম্যাজিষ্ট্রেট এর পক্ষে প্রনয় বিশ্বাস সহকারি কমিশনার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন যে, মহামান্য হাইকোর্টের ৪৪৭৪/২২ মামলার রায়ের আলোকে এস.এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতি হিসাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্টের  রায়ের আলোকে বিজ্ঞ সরকারি কৌশুলীর মতামতের ভিত্তিতে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও তালা কে নির্দেশক্রমে পত্র প্রেরন করেন। ইউএনও তালা বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট এর আদেশ এ রিপোর্ট লেখা পর্যন্ত  বাস্তবায়ন করেন নি।

কিন্তুু একটি প্রতারক চক্র মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন মামলা নং ২৪০৯/২০২২  মামলায় গত ২০-১১- ২০২৪ তারিখ  সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ও দায়রা জজ আদালত মিস আপীল ৪৭/২০২০ এর ১৮-৫-২০২২ তারিখের রায়ে তালা সহকারি জজ আদালতের ১২-১১-২০২০ তারিখের আদেশ রদরহিত পুর্বক পুনঃ শুনানী করার জন্য নির্দেশ প্রদান করেন উক্ত রায়ের কার্যক্রম এক বৎসর স্থগিত করেন। যেহেতু মহামান্য হাইকোর্ট তালা কোর্টের পুনঃ শুনানির রায় স্থগিত করিয়াছেন অপরদিকে মহামান্য হাইকোর্ট ৪৪৭৪/২০২২ মামলায় এস.এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের বৈধ সভাপতি থাকাবস্থায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর  স্বারক নং ২৭ তারিখ ২/৮/২০১৭  এর নির্বাচনী তফশীলের কার্যকক্রমের উপর নিষেধাজ্ঞা প্রদান করায় তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কমিটি গঠন প্রচার প্রচারনা করা আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছেন। চক্রটি সরকারের বিভিন্ন দপ্তরে ও মানুষের মাঝে বানোয়াট প্রচারনা চালাচ্ছেন এস.এম নজরুল ইসলামের কমিটি হাইকোর্ট স্থগিত করেছে। তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৮দলীয় ফুটবল টুনামেন্ট এর আয়োজন করে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পিটিশন ১৯৩৬ /২৪ নং মামলার হস্তক্ষেপে তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে বৈধ তা না থাকায় চক্রটি তালা প্রেসক্লাবের ব্যানারের পরিবর্তে তালা সাংবাদিক ফোরামের  ব্যানারে ফুটবল খেলা সমাপ্ত হয়। দেশের  সর্বোচ্চ আদালতের সম্মান রক্ষার্থে মহামান্য হাইকোর্টের নাম ব্যবহারে প্রতারনা মুলক প্রচারনা হতে বিরত থাকার জন্য এবং অপপ্রচার রোধকল্পে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে অবহিত করার জন্য   প্রকৃত তথ্য তুলে ধরে সতর্ক  করা হয়েছে। সাথে দেশের সর্বোচ্চ আদালতের নাম ব্যবহারে বিতর্ক মুলক প্রচারনা চালানো আইনগত অপরাধ হিসাবে প্রশাসন কে খতিয়ে দেখার জন্য তালা প্রেসক্লাবের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

Inga kommentarer hittades