সরকারি ওয়েবসাইটে এখনো ঝুলছে স্বৈরাচার সরকার হাসিনার ছবি
তথ্য: মো: মেহেদী হাসান (ঢাকা মহানগর প্রতিনিধি)
দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার ওয়েব সাইটে এখনো ঝুলছে স্বৈরাচার হাসিনার ছবি। ছবিটি পৌরসভার ওযেবসাইটে যুক্ত করা হয় ২০১৭ সালের ১৩ আগষ্ট ।
বর্তমান ঘোড়াঘাট পৌরসভার দায়িত্বে আছেন, ঘোড়াঘাট ভূমি অফিসার আব্দুল-আল-মামুন কাওসার শেখ। তিনি ৩৮তম বিসিএস ব্যাচের একজন কর্ম পদবি: সহকারী কমিশনার (ভূমি) এবং ঘোড়াঘাট পৌর প্রশাসক।
পৌরসভার ওযেবসাইটে বড় করে লেখা-
“মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স”
(ব্যানারটি রিমুভ করলে লিংক কাজ করবে না)
নিচে লেখা রয়েছে
“অদ্য ০৪/০১/২০১৭ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে ঘোড়াঘাট পৌরভবন এবং আজাদমোড়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেওয়ার সময় থেকে কনফারেন্স শেষ সময় পর্যন্ত আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক মহোদয়, পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং সর্বস্তরের জনাসাধারনের এক সচিত্র প্রতিবেদন।
ছবিতে দেখা যায়, একটি ব্যানার যাতে শিরোনামে লেখা “ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং” ব্যানারে দেখা যায়, আয়োজনটি ছিল ঘোড়াঘাট পৌরভবন ৪ঠা জানুয়ারি ২০১৭ । সৈজন্য- ঘোড়াঘাট পৌরসভা। এবং পাশে একব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখা যায়।”
এতেই শেষ নয়, ঘোড়াঘাট পৌর-এলাকার এত জনপ্রিয় স্থান থাকার সর্তেও (ঘোড়ঘাট ব্রিজ, পাম্ব-বাগান, করতোয়া নদী, ঘোড়াঘাট দূর্গ) পৌরসভার ওয়েবসাইটে আরও কিছু পুরোনো অনুষ্ঠানের ছবি দেখা যায়। সেসব ছবিতে তৎকালীন সংসদ সদস্য শিবলী সাদিকের নামেও ব্যানার দেখা যায়, যিনি বর্তমানে জমি দখরদারি থেকে শুরু করে অভিযোগের মুখে আছেন এবং যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও রয়েছে ।
বর্তমান পৌরসভার দায়িত্ব প্রপ্ত ঘোড়াঘাট ভূমি অফিসার আব্দুল-আল-মামুন কাওসার শেখের নেই কোন দৃষ্টি। এছাড়াও দিনের পরদিন ঘোড়াঘাট এলাকায় পৌর সভার নামে চলে নিয়মিত চাদা। অন্য এরিয়ার গভ্যা ও গাড়ি প্রবেশ করলেই দিতে হয় পৌরসভার টাকা। রয়েছে জনসাধারণের অভিযোগ।



















