close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগীয় প্রধানের পিআরএল গমনজনিত বিদায় সংবর্ধনা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগর সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগীয় প্রধানের পিআরএল গমনজনিত বিদায় সংবর্ধনা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  শ্যামনগর সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শচ্চীদানন্দ মন্ডলের পিআরএল গমনজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  
সোমবার (২২ জুলাই) কলেজের হল রুমে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বিদায়ী প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শচ্চীদানন্দ মন্ডল, কলেজ একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ড.প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আল মোকাররম বিল্লাহ, প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক সহ কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ।  
বিদায়ী প্রভাষক বক্তব্যে তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন।  অনুষ্ঠানে বিদায়ী প্রভাষককে কলেজের পক্ষ থেকে ক্রেষ্ট সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।  
ছবি- শ্যামনগর সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শচ্চীদানন্দ মন্ডলের পিআরএল গমন জনিত বিদায় সংবর্ধনা।  

Nema komentara