close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সরকারি বাঙলা কলেজে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা: নিন্দার ঝড়..

Md Mehedi Hasan  avatar   
Md Mehedi Hasan
সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহের সময় ছাত্রদলের হামলার শিকার হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম সাব্বির। ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাংবাদিক সমিতি।..

মো: মেহেদী হাসান,ঢাকা (মহানগর প্রতিনিধি)

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) সভাপতি ও দৈনিক কালবেলার বাঙলা কলেজ প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া তার কয়েকজন অনুসারীদের নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে সাংবাদিক সাব্বির রক্তাক্তভাবে আহত হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি। এক বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, 'সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা হামলাকারীদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

অন্যদিকে, ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কালবেলাকে বলেন, 'আমি খোঁজ দিচ্ছি। এখনই ব্যবস্থা নিচ্ছি।' এর কিছুক্ষণ পরেই ছাত্রদলের অভিযুক্ত ওই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি বাঙলা কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা প্রদান করেন।

এই হামলার ঘটনার ফলে সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা সাংবাদিকতার নৈতিকতা এবং স্বাধীনতার জন্য বড় হুমকি। সরকারের উচিত হবে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত পরিমণ্ডলে এ ধরনের সহিংসতা এবং হুমকি স্বাধীন মতপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।

No comments found


News Card Generator