সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুর

Jewel Azzam avatar   
Jewel Azzam
Nurul Haque Nur blasts interim government for failing expectations. Warns against rehabilitating Awami League and demands urgent state reforms.

আন্তর্বর্তী সরকার নিয়ে তৈরি আশার ভরসা ভেঙে দিয়েছে— মন্তব্য করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিস্টেম পরিবর্তন ও আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে রাখলেন চরম সতর্কবার্তা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তিনি বড় ধাক্কা খেয়েছেন। দীর্ঘদিনের প্রত্যাশা ও জনগণের আশাকে কেন্দ্র করে এই সরকার গঠনের আশা করেছিলেন তিনি, কিন্তু সেই প্রত্যাশা এখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে মনে করেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন নূর। ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এই সভার আয়োজন করে অগ্নিসেনা স্যোসাল ফাউন্ডেশন এবং আমাদের নতুন বাংলাদেশ নামের দুটি সংগঠন। সভাটি ছিল গত জুলাই মাসে হওয়া গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে।

নুরুল হক নূর তার বক্তব্যে বলেন, “যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটি দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন ‘সাইকোপ্যাথ’ তৈরি হয়েছে— সেই সিস্টেমকে প্রতিহত করতে হলে আমাদের রাষ্ট্রকাঠামোতেই পরিবর্তন আনতে হবে। আগে যারা দেশ চালিয়েছে, তারা যেমন অন্যায় করেছে, এখনো যদি কেউ সেই পথেই হাঁটে, তাহলে সেটি মেনে নেওয়া হবে না।”

তিনি জোর দিয়ে বলেন, এই দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে আগে নিজেদেরও বদলাতে হবে। “আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে সেই পরিবর্তন কখনোই দীর্ঘস্থায়ী হবে না,” বলেন নুর।

একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলেও, আশপাশে থাকা কেউ এগিয়ে আসেননি— উল্লেখ করে তিনি সমাজের নৈতিক অবক্ষয়ের দিকটিও তুলে ধরেন। “চারপাশে মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে এল না। আবার এই ঘটনাকে ঘিরে অনেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, সেটাও ঠিক না,” বলেন তিনি।

আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমরা যদি ভাবি প্রশাসন ও রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে আমরা বড় ভুল করব। এই দেশে মানুষের কোনো অভাব নেই যে আওয়ামী লীগ ছাড়া আমাদের চলবে না। আওয়ামী লীগকে বাদ দিয়েই রাজনীতি করতে হবে।”

নূর আরও অভিযোগ করেন, গত জুলাই মাসে ঘোষিত যে প্রস্তাবনায় গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে অনেক গতানুগতিক বিষয় সংযোজন করা হয়েছে, যা আসলে প্রকৃত প্রেক্ষাপটকে আড়াল করে রেখেছে। তিনি বলেন, “১৬ বছরের দুঃশাসন, গুম-খুন, নির্যাতনের পটভূমি ছাড়া গণ-অভ্যুত্থানের বাস্তবতা বোঝানো যাবে না। কোনো কোনো দলের রাজনৈতিক ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে গিয়ে মূল ইস্যুগুলো উপেক্ষা করা হয়েছে।”

নুরুল হক নূর এ সময় সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, যেন তারা সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এক হয়ে কাজ করে। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পেছনে যে বড় আশাবাদ ছিল— তা যদি বাস্তবায়ন না হয়, তবে জনমনে চরম হতাশা তৈরি হবে।

No comments found