close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সরিষাবাড়ীতে যুব দিবস পালিত 

Khokon Mis avatar   
Khokon Mis
****
জামালপুরের সরিষাবাড়ীত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা  সভা, শপথবাক‍্য পাঠ, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয় । 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল উপস্থিত ছিলেন। অন‍্যদের উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, এনজিও ফোরামের সভাপতি ফিরোজ আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, দৃষ্টি বাংলার পরিচালক বাদশা ভূইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ। পরে অনুষ্ঠানে যুবদের মধ্যে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
No comments found