close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সোনাইমুড়ী সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন, 

Sayed md Shohidul Islam avatar   
Sayed md Shohidul Islam
নোয়াখালী সোনাইমুড়ীতে সারাদেশের ন্যায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন।..

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শনিবার বেলা ১১ টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সৈয়দ মোঃ শহিদুল ইসলাম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, নাজমুল হক নাজিম, খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, সাংবাদিক আবদুল মতিন, জসিম উদ্দীন রাজ।

বক্তব্যে বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানায়। পাশাপাশি অতিসত্বর হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেন। 
বক্তারা আরো বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয়, তাহলে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

No comments found