সেনা অভিযানে খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টি’র সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা'র (৩১) নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পালানোর চেষ্টা করে দু’তলা ভবনের ছাদ থেকে লাফ দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কংচাইঞো মগ লিবারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা যায়। নিহত কংচাইঞো মারমা মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। সে শান্তিনগর একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাইঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দু’তলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে।
উল্লেখ যে পাহারে সাম্প্রতিক সময়ে স্বসস্ত্র সংগঠন গুলোর ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
সমঅধিকার ছাত্রআন্দোলনের নেতা ইব্রাহিম খলিল জানান পাহার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে অচিরেই তারা কঠোর কর্মসূচি ঘোষনা করবে।