সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শ্রমিক গুরুতর আহত..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
শ্রমিক গুরুতর আহত

মোহাম্মদ জাম‌শেদ আলম,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফারুক (৪৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার ১০ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট সাগর উপকূলে ‘কে আর’ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজ কাটার সময় পরিত্যক্ত একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে ফারুকের শরীর ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের বিস্তারিত জানা যায়নি।”

No comments found