সীতাকুণ্ডে “জুলাই অভ্যুত্থান” রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোহাম্মদ জাম‌শেদ আলম,

সীতাকুণ্ড প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থান-২৪ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৯ আগষ্ট) সকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে নজরুল’স অ্যাকাডেমিক কেয়ার আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জনকে প্রধান পুরস্কার এবং ৮৫ জনকে সান্ত্বনা পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল’স অ্যাকাডেমিক কেয়ার এর পরিচালক মাস্টার নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন এপেক্স ক্লাব অব চিটাগাং-এর প্রেসিডেন্ট মো. আশরাফুল আলম ভূঁইয়া।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, অধ্যাপক শামসুল কবির শামীম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক আনোয়ার হোসেন, মূল্যায়ন কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, শরিফুল ইসলাম ভূঁইয়া, মো. আলাউদ্দিন প্রমুখ।

No comments found