সীতাকুণ্ড বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিতনেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিতদের শপথ পাঠ করান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সুজা উদ্দিন, আহ্বায়ক, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতি; এবং সঞ্চালনা করেন মো. তাওহীদুল হক চৌধুরী, সদস্য সচিব, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। বক্তারা বলেন, “সীতাকুণ্ড বাজার চট্টগ্রামের অন্যতম পুরাতন ও গুরুত্বপূর্ণ বাজার। নতুন কমিটি সবার স্বার্থরক্ষায়, শৃঙ্খলা বজায় রাখতে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে বলে আমরা আশাবাদী।” অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ ।