close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণ..

Rakibul Islam avatar   
Rakibul Islam
মির্জা মোস্তফা জামান বলেন, “দেশকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য।..

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে পৌঁছে দিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি’র লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।

মির্জা মোস্তফা জামান বলেন, “দেশকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক এবং জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।”

তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন নিশ্চিত করা হবে।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগণের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মতে, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের নীলনকশা।

No comments found