close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ইব্রাহিম হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা..

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ইব্রাহিম হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৩) ইব্রাহিমের স্ত্রী।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর শরীরে হাত, পা ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যার কারণ নিয়ে দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। নিহতের স্বজনদের দাবি— ইব্রাহিম মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে ইব্রাহিমের স্বজনরা অভিযোগ করছেন— স্ত্রীর পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন পরিদর্শক আহসানুজ্জামান।

No comments found