স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে সড়ক অবরোধ করে প্রায় পৌনে দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেন। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে।
অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন, এতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সুমন কান্তি বড়ুয়া ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে। ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্পে ৭ দফায় ডিপিপি সংশোধন করে তা ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন হয়নি। তারা দাবি করেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পের বিরোধিতা করায় বিষয়টি একনেকে উঠছে না।
অবরোধ কর্মসূচিতে বক্তারা সৈয়দা রিজওয়ানা হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগ দাবি করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে এ দাবিতে আন্দোলন করছেন। প্রতিষ্ঠার ৯ বছরে ডিপিপি আটবার সংশোধন করে জমা দেওয়া হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ আন্দোলনে সংহতি জানাচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, অবরোধ চলাকালে ঢাকা ও উত্তরাঞ্চলমুখী লেন বন্ধ ছিল, তবে দুটি ওভারপাস দিয়ে সীমিত আকারে যান চলাচল করেছে। অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।