সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই রোহিঙ্গা আটক হয়েছেন।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
নির্বাচন অফিস সূত্র জানায়, তারা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে ভোটার হওয়ার আবেদন করেন। কিন্তু কাগজপত্র ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে শনাক্ত হন।
কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করায় আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।