অর্ধশতাব্দীর গৌরবময় পথচলা উদযাপন করলো উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান।
দৈনিক করতোয়া ১৯৭৪ সালে বগুড়া থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল মান্নান ছিলেন একজন সাহসী ও ন্যায়ের পক্ষে আপসহীন সাংবাদিক। শুরু থেকেই পত্রিকাটি উত্তরবঙ্গের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠে, বিশেষত গ্রামীণ জীবনের সমস্যা, অবহেলিত জনপদের সংবাদ এবং জনগণের দাবিদাওয়া তুলে ধরায়।
৫০ বছরের গুরুত্বপূর্ণ সাফল্য। এই দীর্ঘ সময়ে করতোয়া অসংখ্য অনুসন্ধানী ও আলোচিত প্রতিবেদন প্রকাশ করেছে—
১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা ও ত্রাণ বিতরণে অনিয়ম উন্মোচন। ১৯৯৮ সালে যমুনা সেতু উদ্বোধনের আগে অবকাঠামোগত অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
২০০৭ সালে উত্তরাঞ্চলের পোশাক শ্রমিক আন্দোলন নিয়ে সাহসী অনুসন্ধান। সাম্প্রতিক বছরগুলোতে মাদক ও পরিবেশ ধ্বংসকারী অবৈধ কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
দৈনিক করতোয়া তার নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাহসিকতার জন্য একাধিকবার জাতীয় স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে—
জাতীয় সাংবাদিকতা পুরস্কার (১৯৯৫, ২০১০, ২০২১) প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম।একাধিকবার স্থানীয় ও আঞ্চলিক সেরা পত্রিকা সম্মাননা
সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জেলার প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে করতোয়ার দীর্ঘ ৫০ বছরের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন। বক্তারা বলেন, করতোয়া শুধু একটি সংবাদপত্র নয়—এটি পাঠকের আস্থা, নির্ভরযোগ্যতা ও ন্যায়ের পক্ষে এক নিরলস কণ্ঠস্বর।
বক্তারা আরও বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সত্য সংবাদ পরিবেশনে করতোয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
এসময় অতিথিরা কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং পত্রিকার সম্পাদকমণ্ডলী ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, পাঠক এবং শুভানুধ্যায়ীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।