ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে অন্যতম আলোচিত নাম মো: আমিনুল ইসলাম। তিনি সিলেট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তরুণ ও উদ্যমী এই রাজনীতিক দলীয় মহলে ইতোমধ্যেই একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।
আমিনুল ইসলাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে রাজনীতির মৌলিক নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তাঁর দৃষ্টিতে, একজন সংসদ সদস্যের দায়িত্ব কেবল জনগণের সরাসরি সেবা করা নয়; বরং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সেই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যকর নীতি ও প্রক্রিয়া তৈরি করা। তিনি মনে করেন, মেধা ও দক্ষতার সমন্বয়ে জনগণের কল্যাণে নীতিনির্ধারণই একজন প্রকৃত এমপির মূল ভূমিকা। তরুণ এই প্রার্থী বিশ্বাস করেন, প্রচলিত রাজনীতির ধারা থেকে বেরিয়ে না এলে গত ৫৪ বছরে তৈরি হওয়া রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি জনগণের প্রত্যাশা ও সময়ের দাবি অনুযায়ী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন মো: আমিনুল ইসলাম। ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। তাঁর লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠা করা—যেখানে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে বিকশিত হবে।