শেখ মেহেদীর অফস্টাম্পের বাইরের বলটি কাট করতে গিয়ে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম চেষ্টায় বল আটকান পারভেজ হোসেন ইমন। এরপর তাঁর সরবরাহ করা থ্রো থেকে রিশাদ হোসেন বল ধরে স্টাম্প ভাঙেন, রান আউট করেন লিটন দাস। ৪ বল মোকাবেলা করে মাত্র ১ রানেই ফিরে যেতে হয় সাইমকে।
দ্বিতীয় ওভারেই আরও এক আঘাত হানে বাংলাদেশ। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই মোহাম্মদ হারিসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। বলটি একটু ভেতরে ঢুকে গিয়ে হারিসের প্যাডে আঘাত হানে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুললে রিভিউ না নিয়েই ফিরে যান হারিস—রানের খাতা খুলবার আগেই। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী পাকিস্তান।