চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রশাসনের প্রায় প্রতিটি দপ্তরেই চলছে ভয়াবহ জনবল সংকট। সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরে মোট ৪০৩টি পদের বিপরীতে ১৬৭টি পদই শূন্য। লোকবলের অভাবে কাজের স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির ওপর। কর্মকর্তারা বলছেন, বছরের পর বছর ধরে শূন্যপদে লোক চেয়েও কোনো ফল মিলছে না।
প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরে করুণ দশা:
উপজেলার প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের চিত্র সবচেয়ে করুণ। প্রাণিসম্পদ অফিসে অনুমোদিত ১১টি পদের মধ্যে ৬টিই শূন্য। এর মধ্যে ভেটেরিনারি সার্জনসহ কোনো ডাক্তারই নেই। সর্বশেষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক বদলি হওয়ায় দপ্তরটি পুরোপুরি ডাক্তারশূন্য হয়ে পড়েছে। এতে খামারি ও পশুপালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অন্যদিকে, উপজেলা মৎস্য অফিসের ৫টি পদের মধ্যে ৪টিই শূন্য। একজন মাত্র কর্মকর্তা পাঁচজনের কাজ একাই সামলাচ্ছেন। কাগজপত্রে দুজন কর্মকর্তা দেখানো হলেও বাস্তবে একজনকেই পাওয়া যায়। অথচ মৎস্য উৎপাদনে ফরিদগঞ্জ জেলার মধ্যে অন্যতম। পর্যাপ্ত লোকবল না থাকায় মৎস্যচাষীরা সঠিক পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যান্য দপ্তরের জনবল সংকট:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: এই দপ্তরের মোট ২৭৮টি পদের মধ্যে ১১০টিই শূন্য। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন ও অ্যানেস্থেসিয়া), আবাসিক মেডিকেল অফিসারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ খালি। এতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস: ৬২টি পদের মধ্যে ২৯টি শূন্য। অতিরিক্ত কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) এবং অন্যান্য কারিগরি পদের শূন্যতা কৃষিখাতে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
উপজেলা সমাজসেবা দপ্তর: ১৯টি পদের মধ্যে ১০টি পদই শূন্য। সমাজকর্মী, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে লোক না থাকায় সেবাপ্রদান কার্যক্রম ধীরগতির।
যুব উন্নয়ন ও প্রকৌশল বিভাগ: যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি পদের মধ্যে ২টি এবং উপজেলা প্রকৌশল বিভাগের ২১টি পদের মধ্যে ৬টি পদ শূন্য।
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, তিনি আগস্ট মাসের জেলা সমন্বয় কমিটির সভায় প্রাণিসম্পদ হাসপাতালের জনবল সংকটের বিষয়টি উপস্থাপন করেছেন। জেলা প্রশাসক মহোদয় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অনুরোধ করেছেন।
ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভয়াবহ জনবল সংকটের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রতিটি দপ্তরে শূন্য পদগুলো পূরণ করে জনসেবা নিশ্চিত করবে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
শূন্যের ভারে ভারাক্রান্ত ফরিদগঞ্জের প্রশাসন: সাত দপ্তরে ১৬৭ পদ শূন্য..


No comments found