রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীনতম “বগাবিলী শাহী জামে মসজিদ”-এর বৃহৎ পরিসরে সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে এম এ লতিফ মেমোরিয়্যাল ফাউন্ডেশনের অর্থায়নে চারতলা বিশিষ্ট এ ঐতিহ্যবাহী জামে মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বগাবিলী শাহী জামে মসজিদটি একাধিকবার সংস্কার করা হলেও এবার শতবর্ষ উপলক্ষে আধুনিক স্থাপত্যশৈলীতে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রবীণ মুদাররিস, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা সৈয়দ ইমাম উদ্দীন আল কাদেরী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইব্রাহীম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খতীব মাওলানা সৈয়দুল করিম তাহেরী, সাবেক পেশ ইমাম মাওলানা হাফিয নূরুল ইসলাম, কমিটির সহ-সভাপতি হাসান আলী তালুকদার, মেম্বার আবুল কাসেম, আব্দুল হাকিম তালুকদার এবং এম এ লতিফ মেমোরিয়্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আজীবন সদস্য আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন তালুকদার।
মসজিদের পেশ ইমাম মাওলানা খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, হাজী রফিকুল ইসলাম সওদাগর, আহমদ জরিপ, ডা. মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আবু তৈয়ব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার কোম্পানী, সমাজসেবক দিদারুল আলম তালুকদার, মানবাধিকার কর্মী ডা. মোহাম্মদ হোসাইন হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, লতিফনগর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সচিব প্রবীণ শিক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ, ইসলামপুর বিএনপি নেতা মোহাম্মদ আবদুল মান্নান রনী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সমাজসেবক পেয়ারুল আলম তালুকদার, শাহেদ কামাল তালুকদার, মহসিন আলী খান, আমানত আলী খান, আব্দুল মতিন, হাসান কোম্পানী, মোর্শেদ আলম মুন্না, শাহজাহান, শাহ্ আলম কন্ট্রাক্টর প্রমুখ।
এছাড়া স্থানীয় আলেম সমাজের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা সৈয়দুর রহমান নিজামী, মাওলানা আবু সৈয়দ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নঈম উদ্দীন খান এবং মাওলানা মুহাম্মদ ইয়াছিন শাহ্।
বক্তারা বলেন, শতবর্ষী এই জামে মসজিদকে ঘিরে বগাবিলী এলাকায় ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের বিকাশ ঘটেছে। হানাফী মাযহাব ও সুন্নী আক্বীদাহ্ অনুসারীদের ঐকান্তিক প্রচেষ্টায় পূর্বে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল সিলসিলাহ্-এ আলিয়াহ্ ক্বাদিরিয়াহ্ সিরিকোটিয়াহ্ দরবারের খানকাহ্ শরীফ।
অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত মুসলমানদের প্রতি মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়।



















