close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীপুরে সাবেক বিজিবির বাসায় দূর্ধর্ষ চুরি।

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক ঃ 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা এলাকায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ শাহাজ উদ্দিনের ফাঁকা বাড়িতে দুষ্কৃতকারীরা হানা দিয়ে প্রায় ৫ লক্ষ ২৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় শাহাজ উদ্দিন শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চুরির বিবরণ: 

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাজ উদ্দিন চাকরির কারণে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। গত ৬ আগস্ট, ২০২৫ তারিখে তিনি যখন গ্রামের বাড়িতে আসেন, তখন দেখতে পান ঘরের প্রধান ফটক তালাবদ্ধ থাকলেও ভেতরের একটি দরজা খোলা। সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের সহায়তায় বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন যে, একটি ঘরের তালা ভাঙা এবং উত্তর পাশের টিনের ছাউনি খোলা।
ঘরের ভেতর প্রবেশ করে তিনি দেখতে পান, চোরেরা ৪টি রুম থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। এর মধ্যে রয়েছে:
 * ইলেকট্রনিক্স: ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, ৩টি সিলিং ফ্যান, আইপিএস ব্যাটারি, ওয়াইফাই রাউটার এবং বৈদ্যুতিক তার ও সুইচ।
 * স্বর্ণালংকার: ২ ভরি ৬ আনা ওজনের ১টি সোনার চেইন, ২টি আংটি এবং ১ জোড়া সোনার চুড়ি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা।
 * অন্যান্য: গ্যাস সিলিন্ডার, বিছানার চাদর, তোয়ালে, মেয়েদের পোশাক এবং দরজার হ্যান্ডেল লক।
চুরি হওয়া এসব সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৬ হাজার টাকা।

চুরির সময়কাল: 

শাহাজ উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, চুরির ঘটনাটি গত ৫ আগস্ট, ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ৬ আগস্ট সকাল ৯:৩০-এর মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই সময়টায় এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। পুলিশ ধারণা করছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাড়িতে প্রবেশ করে চুরিটি ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

No comments found