শ্রীপুরে ওএমএস ডিলারের উপর সন্ত্রাসীদের হামলা
মোঃ আবু সালেহ
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ওএমএস ডিলার নিজাম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন-মোঃ সেলিম (৪৫) পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাকিব (২২) পিতা- মোঃ সেলিম, উভয় সাং-লোহাগাছ, ওয়ার্ড নং- ০৩, পৌরসভা ও থানা শ্রীপুর, জেলা- গাজীপুর।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পশু হাসপাতাল এর সামনে মেসাস নিজাম উদ্দিন এন্ট্রার প্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সুনামের সহিত ব্যবসা করে আসতেছি। বেশ কিছুদিন যাবত অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসতেছে ও একেক সময় একেক পরিমাণ চাঁদাও দাবী করে আসছে।
ঘটনার তারিখ ১২ আগস্ট ২০১৫ ইং দুপুর ২ ঘটিকার সময় নিজাম উদ্দিন এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকান থেকে বাহির হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে জনসম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী ভাবে মারপিট করে তার নিকট হইতে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, এবিষয়ে একটি মামলা হয়েছে এবং ১ জন আসামিও গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদেরও গ্রেফতারের অভিযান চলছে।