সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মৃত্যু হয়েছে। আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১০ জুলাই) জানান,বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে দুর্গম রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।
নিহতরা হলেন:
১) রানা নায়েক (১৭)
২) শ্রাবণ নায়েক (১৯)
৩) কৃষ্ণ রবিদাস (২০)
৪) নিপেন ফুলমালি (২৭)
আহত রবি বুনার্জী (২০) প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড হন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান,রাতে হাসপাতালে আনা চার জনই আগেই মারা গিয়েছিলেন। আহত রবি বুনার্জীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার্ড করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।