সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ দোকান ও বসতবাড়ি বুলডোজার দিয়ে উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। এতে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদ।
অভিযানে সেনাবাহিনী,রেলওয়ে,জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও যৌথবাহিনী অংশ নেয়। এ সময় রেলওয়ে কলোনী,সাতগাঁও বাজার,আমরাইল ছড়া চা বাগান রোড ও সিন্দুরখান রোডের অবৈধ স্থাপনাগুলো বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান,সারাদিনের অভিযানে প্রায় ৫ একর জমি উদ্ধার হয়েছে এবং সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনে অবৈধ দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।