সত্যজিৎ দাস:
চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত ও সড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা। শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে শহরের স্টেশন রোড,ভানুগাছ রোড,কলেজ রোড,হবিগঞ্জ রোড এবং মৌলভীবাজার রোডের ফুটপাত ও সড়কজুড়ে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ ভ্যান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন,“শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। যারা ফুটপাত দখল করে রাখেন বা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটান,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে সাধারণ পথচারী এবং সুশীল সমাজের সদস্যরা এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন,শ্রীমঙ্গল শহরের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন ব্যবস্থা প্রশংসনীয়।
শ্রীমঙ্গল শহরকে যানজট ও দখলমুক্ত রাখতে পৌরসভা পরিচালিত উচ্ছেদ অভিযান সড়ক ও ফুটপাতে ফিরে আনছে শৃঙ্খলা ও সৌন্দর্য। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা।