close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা। শনিবার (১৬ই আগস্ট'২৫) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) ও পলাশপোল পূজা মন্দিরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌর চন্দ্র দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রাক্তন শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ শফিউল্লাহ মনি। এছাড়াও জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, মন্দির কমিটির সম্পাদক ভৈরব কর্মকার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফান্ডের যুগ্ম সম্পাদক প্রীতিশ রায় বক্তব্য প্রদান করেন। 

কয়রা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার এবং পলাশপোল পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার দাসও তাদের মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, যুব কমিটির সহ-সভাপতি প্রীতম ঘোষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বসু সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে ঢাক-ঢোল, সঙ্গীতের তালে তালে নাচ-গানে ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে যোগ দেন এবং তাদের উত্সাহ ছিল প্রশংসার যোগ্য। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর কুমার রায়। এমন আয়োজনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়, যা সমাজে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।

No comments found