বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীর কৃতি সন্তান মো. আরিফুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
বেতাগী থেকে এই প্রথম কেও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
জানা গেছে, বরগুনার জেলার বেতাগী উপজেলার কৃতি সন্তান মো. আরিফুর রহমান ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদরাসা থেকে ২০০৫ সালে দাখিল, নটরডেম কলেজ থেকে ২০০৭ এইচএসসি করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে থেকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন।
জানা গেছে, গত ১৭ মার্চ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের ৩১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো।
মো. আরিফুর রহমান বলেন, আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আশা করবো এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারবো। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।
এদিকে মো. আরিফুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও শুভকামনা জানিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন।
স্থানীয়রা ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সফলতা কামনা করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। স্ত্রী শান্তা ঊর্মিলা মৌ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা