close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে জমি দখ*লের অভি*যোগ: অসহায় পরিবারের নিরা*পত্তাহী*নতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শ্যামনগরে প্রতিবেশী কর্তৃক জমি দখলের চেষ্টায় একটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পরিবার তাদের জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্যামনগরের মোঃ শাহিনুর ইসলাম শাহিনের স্ত্রী গৃহবধূ স্বপ্না খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে স্বপ্না খাতুন জানান, তার খালু মুনছুর মিস্ত্রী পূর্ব ধানখালী গ্রামে প্রায় ২০ শতক জমির উপর ঘরবাড়ি তৈরি করে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশী আনারুল মল্লিক ও তার সহযোগীরা তাদের জমি দখলের চেষ্টা করছে। তারা মুনছুর মিস্ত্রীর উপর অত্যাচার চালাচ্ছে এবং নির্যাতন করছে।

স্বপ্না খাতুন আরও বলেন, চলতি বছরের ২৪ জানুয়ারি আনারুল গং তার খালা মোছাঃ ফাতেমা বেগমকে হত্যার চেষ্টা করে। ফাতেমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা কোর্টে একটি মামলা দায়ের করা হয়। মামলা করার পর আক্রমণকারীরা আরও ক্ষিপ্ত হয়ে বাড়িতে আক্রমণের চেষ্টা করে।

সম্প্রতি, আনারুল গং বাড়ির বিচলী গাদা ও কাঠের ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের আতঙ্কে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। স্বপ্না খাতুন অভিযোগ করেন, বিগত আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও তাদের অত্যাচার অব্যাহত আছে।

স্বপ্না খাতুন বলেন, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এমনই এক হামলার পর এলাকাবাসীর শালিসে বিষয়টির মীমাংসা না হওয়ায় কোর্টে মামলা করা হয়। কোর্টের নির্দেশ অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ না করার মুচলেকা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও আক্রমণকারীরা তাদের অত্যাচার বন্ধ করেনি।

তিনি সন্ত্রাসী আনারুল গংদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় প্রশাসনের দায়িত্ব হচ্ছে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা প্রদান করা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

Aucun commentaire trouvé