শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ অক্টোবর) বিকালে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা এইচ এম মনিরুল ইসলামের সঞ্চলনায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর” পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী এস.এম মোস্তফা আল-মামুন প্রমূখ।
ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।



















