close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন

Ranajit Barman avatar   
Ranajit Barman
গাস্ট সুপারকাপ মি‌নিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শ্যামনগরে গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম গাস্ট সুপারকাপ মি‌নিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 শ‌নিবার (১১অক্টোবর) সকাল ১০টা থে‌কে গাবুরার চকবারা ওমর স্মৃ‌তি সং‌ঘের মাঠে আট দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বি‌শেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান  জি এম মাছুদুল আলম।

গাবুরার সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গা‌স্ট) এর উপ‌দেষ্ঠা মন্ডলীর সদস্য  সাবেক ইউপি সদস্য  সিরাজুল ইসলাম, শিক্ষক ফরহাত হো‌সেন, আবু তা‌লিব সাগর, ম‌নিরুজ্জামান ম‌নির, শাহীন আলম, হা‌বিবুল্লাহ মামুন, বু‌ড়ি‌গোয়া‌লিনী বেসিক ফুটবলের  প‌রিচালক মাসুম বিল্লাহ, গাস্ট ক‌মি‌টির সদস্যবৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃদ প্রমুখ। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন তরুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, উপকূলীয় গাবুরায়  খেলার মাঠ কম থাকায় ক্রীড়া বিমুখ হ‌য়ে প‌ড়ছেন মানুষ।  খেলাধুলা শুধু মাদক নয় অনলাইন জুয়ার মত ভয়ংকর নেশা থেকে বিরত রাখে, সুতরাং খেলাধুলার প্রতি যুব সমাজকে আগ্রহী করতে হবে। খেলায় এলাকার শতশত খেলাপ্রেমী খেলা উপভোগ করেন। প্রথম দি‌নেই ৮ দলীয় মি‌নিবার খেলার ১ম পর্ব ‌শেষ হয়। 
খেলায় অংশগ্রহণকারী দল গুলি হল খোল‌পেটুয়া স্টু‌ডেন্ট কেয়ার সোসাইটি, চকবারা ওমর স্মৃ‌তি সংঘ, সৌসাল ব্রাইট ফাউন্ডেশন, পা‌র্শ্বেমারী একতা যুবসংঘ, না‌পিতখালী একতা যুব সংঘ, চাঁদনীমুখা একতা যুব সংঘ, চকবারা সিএস ক্লাব ও গাইনবা‌ড়ি গো‌ল্ডেন ব‌য়েজ ক্লাব।

ছবি- শ্যামনগর গাবুরায় গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন করছেন প্রধান অতিথি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

 

Nema komentara


News Card Generator