শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের অর্থ সামাজিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় ও ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে দলিত নারী ও কিশোরীদের আত্ম সামাজিক অবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরন, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন ।
সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরঞ্জিত কুমার মালো, হিসাব রক্ষক অপু চৌকিদার প্রমুখ। সভায় দলিত নারী ও কিশোরীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
সভায় বক্তারা দলিত নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা, শিক্ষা,চাকুরী,বাল্যবিবাহ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, সরকারি বিভিন্ন ভাতা প্রদান সহ অন্যান্য সেবা প্রদানের প্রদানের ক্ষেত্রে করণীয় বিষয় তুলে ধরেন।
ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক।