শ্যামনগরে বিট পুলিশিং সভায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার শ্যামনগরে বিট পুলিশিং সভায় মাদক, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২২ জুন ২০২৫, সকাল সাড়ে ১১ টায় আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশ কমিটির আয়োজনে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল মাদক, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে সমাজকে সচেতন করা এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ককে আরও মজবুত করা। 

সভায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ও কালিগঞ্জ সার্কেলের মিথুন সরকার। প্রধান অতিথির বক্তব্যে মিথুন সরকার বলেন, "আমাদের সমাজকে নিরাপদ রাখতে হলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। পুলিশ এবং জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বিট পুলিশিং একটি কার্যকরী পদক্ষেপ।" 

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদিরা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অহিদুর জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার একরামুল কবির। 

আবু সালেহ বাবু তার বক্তব্যে বলেন, "সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে হবে। মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।" 

অহিদুর জামান বলেন, "তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে। অনলাইন জুয়ার মতো ভ্রান্তির পথ থেকে তাদের রক্ষা করতে হবে।" 

সভায় উপস্থিত বক্তারা সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আরও বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। 

সভায় অংশগ্রহণকারীরা মাদক, অনলাইন জুয়া এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। তারা প্রত্যেকেই একমত হন যে, সমাজের প্রতিটি ব্যক্তির দায়িত্ব রয়েছে সমাজকে এইসব কুফল থেকে মুক্ত রাখা। 

এই সভা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সবাই আশা করছেন যে, এই উদ্যোগের মাধ্যমে সমাজ আরও নিরাপদ ও সমৃদ্ধশালী হবে।

Ingen kommentarer fundet