close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগর মুন্সিগঞ্জে সবুজ সংহতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার  শ্যামনগরের  মুন্সিগঞ্জ ইউনিয়নের সবুজ সংহতি ও বারসিকের যৌথ উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মুল্যায়ন বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা সোমবার বিকাল ৪টায়  অনুষ্টিত হয়েছে।..

শ্যামনগর মুন্সিগঞ্জে সবুজ সংহতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগরের  মুন্সিগঞ্জ ইউনিয়নের সবুজ সংহতি ও বারসিকের যৌথ উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মুল্যায়ন বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা সোমবার বিকাল ৪টায়  অনুষ্টিত হয়েছে।

 সমন্বয় সভায় পশ্চিম জেলেখালী কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের কৃষক লোকনাথ মন্ডলের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন সবুজ সংহতির সদস্য, কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ও শতবাড়ির সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, কৃষক,  যুব সংগঠক ও বারসিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

 বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায়  সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। 
সমন্বয় সভায় বক্তারা সবুজ সংহতির কার্যক্রম স্কুল পর্যায়ে বীজ মেলা, তাল বীজ বনায়ন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মুকাবেলায় সংলাপ ও মতবিনিময়, গ্রাম পর্যায়ে কৃষিপ্রতিবেশ বিদ্যা চর্চায উদ্বুদ্ধ করন, কৃষি জমি সুরক্ষায় মতবিনিময়, যুবদের মাধ্যমে যোগাযোগর জন্য কাঠের সাঁকো নির্মানের উদ্যোগ সহ বকুলতলা থেকে  পশ্চিম জেলেখালী গ্রামের দু পাশের তালবীজ বনায়নের উদ্যোগ গ্রহন সহ অন্যান্য বিষয়ে তুলে ধরেন।  

বক্তব্য রাখেন সবুজ সংহতির সাধারন সদস্য কৃষক ভুধর চন্দ্র মন্ডল ,মুন্সিগঞ্জ ইউনিয়নের সভাপতি যোগেশ চন্দ্র মন্ডল,ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।  

আলোচনাসভা শেষে অংশগ্রহনকারীরা  খালে প্লাস্টিক বর্জ্য দুষণ, অবাদে স্থানীয় প্রজাতীর মাছ নিধন, খালে অবৈধ নেট পাটা দেওয়া এবং মিস্ত্রি পাড়ার বিলের জলাবদ্ধতার সমস্যা সমাধানের সবুজ সংহতি যৌথ উদ্যোগ উদ্যোগ গ্রহন এবং জনপরিকল্পনা প্রনয়ন করেন।

ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ সবুজ সংহতির সমন্বয়সভা।  

 

No comments found