নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও তিন দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা চালু করা।
কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা শ্রেণিকক্ষে নয়, রাজপথে নেমেছি—কারণ শিক্ষক সমাজের ওপর হামলা ও অবমূল্যায়ন আর সহ্য করা সম্ভব নয়।” আলিম মাদ্রাসার শিক্ষক মো. ইমরান হোসাইন বলেন, “এ আন্দোলন শুধু অধিকার নয়, সম্মান রক্ষারও লড়াই।”
শিক্ষার্থীরাও শিক্ষকদের কর্মবিরতিতে সহানুভূতি জানিয়ে দ্রুত দাবি পূরণের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনিসুর রহমান বলেন, “শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন শুধু বাড়িভাড়া নয়, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানাচ্ছি।”
কর্মবিরতির কারণে উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।