গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আজকে অফিস টাইমের মধ্যেই বেসরকারি এমপিও ভুক্ত আন্দোলনরত শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে সরকারের সঙ্গে যারা রয়েছে তারা। শিক্ষকদের আর এক মুহুর্তের জন্যও কষ্ট দেবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। শিক্ষকদের সঙ্গে ফাইজলামি করবেন, আর আমরা সেটি মেনে নেব, সেটি কখনোই হতে পারে না।’
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শিক্ষকদের কালো পতাকা মিছিল শেষে রাজধানীর কদম ফোয়ারার পাদদেশে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে এসব কথা বলেন গন অধিকার পরিষদের রাশেদ খাঁন। শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেছেন, ‘শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক নয়, এটা যৌক্তিক দাবি। তাদের দাবি মেনে নিতে হবে। তাদের কেন বেতন, বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা ও মেডিকেল ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে?’
‘আপনারা শিক্ষা কমিশন কেন গঠন করেন না?’ সরকারের কাছে এমন প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘শিক্ষকদের মুখের দিকে তাকান। পরিবারের দিকে তাকান। তাদের কোনও সন্তান চাঁদাবাজি, অপরাধ করে না, দুর্নীতি করে না।’
অপর দিকে শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক পেজে বলেন শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে যদি বাজেট না থাকে তবে পে স্কল দিবে কিভাবে। তিনি আরও বলেন এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলন ইতোমধ্যে জনগণের আন্দোলনে পরিনত হয়েছে।
বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কদম ফোয়ারা এলাকায় সমাবেশ করছেন তারা। এরপর শহীদ মিনারে ফিরে অনশন অব্যাহত রাখবেন শিক্ষকরা