বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলার আয়োজনে এসএসসি, দাখিল/সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ২৬ শে আগষ্ট ২০২৫ ইং বিকেল ০৩ঃ০০ ঘটিকায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠিনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক মুহাম্মদ শাহ আলম - পটুয়াখালী ৩ আসন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, "এই কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের নয়, বরং তাদের পরিবার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকেও গৌরবান্বিত করেছে। ভবিষ্যতে তারাই হবে দেশের আলোকবর্তিকা।
ইসলামি ছাত্রশিবির খায়রুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন মোঃ আমিনুল ইসলাম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির - বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। তাঁর বক্তব্যে ফুটে ওঠে কবিতার চরন "ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো। জ্ঞানের আলো সঙ্গে নিয়ে, পৃথিবীকে গর্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য রাকিবুল হাসান, মাঃ ইয়াহিয়া খান ও উপজেলা নেতৃবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
অভিভাবকরা জানান, সন্তানদের এ সাফল্য তাঁদের জীবনের অন্যতম বড় আনন্দ। শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।