বাগেরহাট প্রতিনিধি।
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আপনারা যেভাবে গড়ে তুলবেন তারা আগামীতে সেই ভাবেই গড়ে উঠবে। এই শিশুরা এই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে অভিভাবকদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাগেরহাট সদরের ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ আলী এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারি শিক্ষক আনন্দ কুন্ডু, শুক্লা সাহা, সাংবাদিক তরিকুল মোল্লা'সহ বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের সর্বোত্তক সহযোগিতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসান আল মামুন বাপ্পি-কে সম্মাননা স্মারক প্রদান করেন।
শেখ হাসান আল মামুন বাপ্পি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। আগামী দিনে শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের বাস্তবমুখী শিক্ষা প্রদানের আহ্বান জানান।
শিক্ষক সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন।