close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন..

Shihabul Islam Shahed avatar   
Shihabul Islam Shahed
****

 

শিহাবুল ইসলাম শাহেদ ,নজরুল বিশ্ববিদ্যালয়:

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং এই দাবিতে সম্মতি প্রকাশ করেন শিক্ষকবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রোমান হাসান ও সুমাইয়া শারমীন শিমু।

মানববন্ধনে প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “আমরা চাই লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হোক। এই বিভাগে রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন সম্পর্কিত বিষয় পড়ানো হয়, যা শিক্ষা ক্যাডারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এটি একটি যৌক্তিক দাবি।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পাভেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই যৌক্তিক আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু লোকপ্রশাসন বিভাগের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে। দেশের ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হলেও সার্ভিস সেক্টরে আমাদের সুযোগ সীমিত। তাই সরকারের কাছে আবেদন জানাই যেন আমাদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। আমরা চাই খুব দ্রুত এটি বাস্তবায়ন হোক। শান্তিপূর্ণভাবে মানববন্ধন চালিয়ে যেতে হবে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয় এটা আমাদের কামনা।”

শিহাবুল ইসলাম শাহেদ

নজরুল বিশ্ববিদ্যালয়

০১৬১৮০০৮৬৭৯

 

 

 

 

کوئی تبصرہ نہیں ملا