close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‘শীঘ্রই আসছি’—আসলাম চৌধুরীর পোস্টার ঘিরে আলোচনা-গুঞ্জন

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: ‘

শীঘ্রই আসছি আপনাদের মাঝে…’ —এমন বার্তাসহ ছাপানো একটি পোস্টার নগরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে। পোস্টারের এক পাশে রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর ছবি, নিচে তার নাম। এতে বিএনপির ভেতরে নানা গুঞ্জন শুরু হয়েছে।

অনেক নেতাকর্মীর প্রশ্ন—তিনি কি বিএনপি ছেড়ে নতুন দল গঠন করছেন? একাধিকবার চেস্টা ক‌রেও আসলাম চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ উত্তর জেলা বিএনপির দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পোস্টার প্রসঙ্গে জিজ্ঞেস করলেও আসলাম চৌধুরী স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের বৌদ্ধ মন্দির এলাকা, নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় পোস্টারটি দেখা গেছে। এতে লেখা— “বিসমিল্লাহির রাহমানির রাহিম। স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের অধিকার পূরণের অঙ্গীকারের নতুন বাংলাদেশ বিনির্মাণে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সকল সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান নিয়ে শীঘ্রই আসছি আপনাদের মাঝে… লায়ন আসলাম চৌধুরী এফসিএ।”

রাজনৈতিক প্রেক্ষাপট-

২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। ৮ বছর ৩ মাস পর ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্ত হন তিনি। এরপর থেকে সীতাকুণ্ড–পাহাড়তলী–আকবরশাহ কেন্দ্রিক সামাজিক কার্যক্রম চালালেও কোনো রাজনৈতিক কর্মসূচিতে তেমন দেখা যায়নি তাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

২০০৪ সালে জিয়া পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরে আহ্বায়ক ছিলেন। ২০১৬ সালে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, আর ২০২৪ সালের জুনে চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিয়োগ পান। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। নগরজুড়ে টানানো এই পোস্টার ঘিরে এখন বিএনপির ভেতরে চলছে নানান আলোচনা ও কৌতূহল—আসলাম চৌধুরী কি নতুন রাজনৈতিক পথে হাঁটছেন?

No comments found