বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মোঃ শামীম ইসলাম(২৬), নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ জানায়, শনিবার(১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় মো: শামীম ইসলামকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা
থানাধীন পূর্ব সারোডুবি গ্রামের মো: আমের আলীর ছেলে।
গ্রেফতারকৃত শামীম এর কাছ থেকে একটি স্কুল ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশ।