শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাত্র ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করতেন।
বাবুলের ভাই নজরুল ইসলাম জানান, গত ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করেন পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
নজরুলের অভিযোগ, এরপর আসাদুল ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসেনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বাবুল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“মাত্র ১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণ গেল,” ক্ষোভ প্রকাশ করে বলেন নজরুল ইসলাম।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
---
📌 প্রতিবেদক: মোঃ সুজন আলী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি