close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে..

পিরোজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় এসে শেষ হয়।

মশাল মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন জামাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।

এসময় মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান।

নেতৃবৃন্দ বলেন, কৃষকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।

No comments found