শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত।..

Md Kazi Ahsanul Haque Jihad avatar   
Md Kazi Ahsanul Haque Jihad
শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকীতে গাজিপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।..

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ গাজিপুর এর উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে অবস্থিত সোয়াদ কমিউনিটি সেন্টারে আজ সন্ধায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ থেকে গাজিপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান। অন্যন্যদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, জ্বালানি বিষয়ক সম্পাদক রবিন হোসেন, পরিবহন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মামুন সহ জেলা ও মহানগর শাখার গনঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজিপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় বক্তারা শহিদ সাজুর স্মৃতিচারন করেন। জেলা গনঅধিকার পরিষদ এর সাবেক আহবায়ক পাঠান আজহার তার বক্তব্যে আগামীতে গনঅধিকার পরিষদ এর নেতৃত্বে শ্রমিক বান্ধব রাষ্ট্রব্যবস্থা তৈরির অঙ্গীকার ব্যাক্ত করেন। মহানগর ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ও গাছা থানা শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আদনান  মঞ্চ ও শৃংখলা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। উল্লেখ্য শহিদ শ্রমিকনেতা সাজু পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতবছর ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গাজিপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগষ্ট মৃত্যুবরন করেন।

No comments found