বগুড়ার শেরপুর উপজেলায় প্রভাবশালীদের দৌরাত্ম্যে জমি হারানোর শঙ্কায় এক সংখ্যালঘু পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা কৌশলে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহবন্দেগী ইউনিয়নের চক দেউলী গ্রামের মৃত সোনারাম মাহাতোর ছেলে বিরেন্দ্র নাথ মাহাতো।
ভুক্তোভোগী অভিযোগ করেছেন, স্থানীয় কিছু প্রভাবশালী মহল তার মালিকানাধীন জমি কৌশলে দখল করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তারা নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মওলা বক্স ও ডাক্তার নুর আলম পৌর শহরের টাউন কলোনী এলাকার বাসিন্দা। অভিযুক্তরা জাল কাগজপত্র তৈরি করে সংখ্যালঘু বিরেন্দ্র নাথ মাহাতোর ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৮৯ শতক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, জমিতে চাষাবাদ করতে গেলেই তাকে অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মারধরেরও চেষ্টা করে। এমনকি প্রকাশ্যে হুমকি ও হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে অভিযোগ ভুক্তভোগীর।
অভিযোগে আরো উল্লেখ, এর আগে তিনি মহামান্য হাইকোর্টে মামলা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তরা মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দেয় যে তারা আর কখনও তার জমিতে প্রবেশ করবে না বা ভয়ভীতি প্রদর্শন করবে না। আদালতের আদেশে জমি নিয়ে নিষেধাজ্ঞার অর্ডার বিদ্যমান থাকলেও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে জমি দখল করার পায়ঁতারা চালিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি।
সংখ্যালঘু বিরেন্দ্র নাথ মাহাতো বলেন, "অভিযুক্ত পরিবারের সদস্য ডা. নুর আলম একজন সরকারি চাকুরিজীবী হওয়ায় প্রভাব খাটিয়ে বিভিন্ন দপ্তরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর আগে জাল দলিল সৃষ্টির ঘটনায় অভিযোগ প্রমাণিত হয়ে মওলা বক্স ও তার স্ত্রী কারাভোগও করেছেন।"
এ বিষয়ে অভিযুক্ত মওলা বক্স বলেন,"দুই পক্ষ বসার তারিখ হয়েছে। বসে বিষয়টি সমাধান করা হবে।"
শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মঈনুদ্দীন বলেন, "অভিযোগটি এখনো হাতে পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"